• mahs.1985@yahoo.com
  • 01309107885

প্রধান শিক্ষক

মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়  প্রাক-প্রাথমিক থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের  একটি আদর্শ বিদ্যাপীঠ। বিদ্যালয়টি ইতোমধ্যে  ভালো ফলাফলের কেন্দ্রবিন্দু হিসেবে এলাকাবাসীর কাঙ্ক্ষিত চাহিদাপুরণে শিশু-কিশোরদের আদর্শ শিক্ষালয় হিসেবে সুনাম অর্জন করেছে। এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের হারসহ অত্র বিদ্যালয়ের রয়েছে গোল্ডেন A+  এবং বোর্ড বৃত্তি অর্জনের দারাবাহিক সাফল্য। এলাকার একমাত্র এমপিওভূক্ত বিদ্যাপীঠ হিসেবে অর্জন করেছে প্রথম সারির বিদ্যালয়ের  মর্যাদা।   মান সম্মত ফলাফলের পাশাপাশি  ছাত্র / ছাত্রীদের খেলাধূলা ,সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডসহ কো-কারিকুলামের মাধ্যমে ভবিষ্যত বিনির্মানে দক্ষতা অর্জনে ভূমিকা রাখছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়ের ছাত্র / ছাত্রীরা  সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কমমূখী জ্ঞানসমৃদ্ধ  কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে  পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারবে। "তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধুন তৈরি করে শিশুর বিকাশ নিশ্চিত করবে।  সুতরাং অবাধ তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয় ডাইনামিক ওয়েব সাইট।  

Abdul Aziz

Headmaster
Matuail Adarsha High School